বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পিকআপ আর মিনিবাস সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হন। শহরের অদূরেই দৌলতপুর এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে । এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা ১২টার দিকে বীরগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মিনিবাসের সংঘর্ষ হয়। নিহতরা হলেন- বীরগঞ্জের কালা মিয়ার ছেলে রমজান আলী (৬০), তার ভায়রা আব্দুল গফ্ফার (৬০) ও ভাগ্নি রোজিনা আক্তার (২২)। রোজিনার স্বামী মো. জনি জানান, তারা একটি বিয়ের দাওয়াতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন । এতে ঘটনাস্থলেই রমজান আলী ও আব্দুল গফ্ফারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোজিনা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |